• ঢাকা
  • বুধবার, ২১ অগাস্ট ২০২৪, ০৫:৪৪ অপরাহ্ন

খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন নিয়ে অবহিতকরণ সভা


এস চাঙমা সত্যজিৎ প্রকাশের সময় : মে ২৮, ২০২৪, ৫:৩৬ অপরাহ্ন / ৩৯
খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন নিয়ে অবহিতকরণ সভা

খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন “এ”
প্লাস ক্যাম্পেইন নিয়ে অবহিতকরণ সভা

 

এস চাঙমা সত্যজিৎ(নিজস্ব প্রতিবেদকঃ)

খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনের সভা কক্ষে সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মেমং মারমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মোঃ ছাবের।

সভায় জানানো হয়, আগামী ১ জুন খাগড়াছড়ি পার্বত্য জেলার মোট ১ লাখ, ০৯ হাজার,৭৬৭ জন শিশুকে জেলাব্যাপী ৯৩৬ টি অস্হায়ী ও ১০ টি স্থায়ী কেন্দ্রে ক্যাপসুল খাওয়ানো হবে। এদিন ৬-১১ মাস বয়সী শিশুদের ১টি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী সুস্থ শিশুদের ১টি করে লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল ১ হাজার ৮৯২ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী ও নিয়মিত স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচী রয়েছে।

যাদের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো যাবে না :
৬ মাসের কম বয়সী, ৫ বছরের বেশি, ৪ মাসের মধ্যে ভিটামিন “এ” ক্যাপসুল প্রাপ্ত শিশু, অসুস্থ শিশু।
ভিটামিন এ সমৃদ্ধ খাবার সমূহ :
মায়ের দুধ বিশেষ করে শাল দুধ, ডিম, দুধ, কলিজা, মাছ, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, লাল শাক, কচু শাক, পুই শাক, পালং শাক, পাকা আম, পাকা কাঁঠাল, পাকা পেঁপে, খেজুর ইত্যাদি।

এস চাঙমা সত্যজিৎ
নিজস্ব প্রতিবেদক দৈনিক পূর্ব দিগন্ত।