• ঢাকা
  • বুধবার, ২১ অগাস্ট ২০২৪, ০৫:৫০ অপরাহ্ন

কক্সবাজার সৈকতে ভেসে আসছে শত শত মৃত জেলিফিশ


প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৩, ৩:২০ পূর্বাহ্ন / ২১৬
কক্সবাজার সৈকতে ভেসে আসছে শত শত মৃত জেলিফিশ

কক্সবাজার সৈকতে ভেসে আসছে শত শত মৃত জেলিফিশ

কক্সবাজার প্রতিনিধি।

 

কক্সবাজার সমুদ্র সৈকতে জোয়ারের সঙ্গে ভেসে আসছে অসংখ্য মরা জেলিফিশ। সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে আটকে পড়ে আছে মাছগুলো। বুধবার (২৯মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত সৈকতের কলাতলী পয়েন্টে অসংখ্য মরা জেলিফিশ বালিয়াড়িতে আটকে থাকতে দেখা গেছে। এসব জেলিফিশের মধ্যে কোনোটা আকারে ছোট, কোনোটা বড়। দেখতে অনেকটা অক্টোপাসের মতো।
তবে এগুলো কী কারণে মারা যাচ্ছে এর সঠিক কারণ কেউ বলতে পারছে না।খবর পেয়ে কক্সবাজারের বাংলাদেশওশানোগ্রাফিক রিসার্স ইনস্টিটিউটের সমুদ্রবিজ্ঞানীরা মৃত জেলিফিশের নমুনা সংগ্রহ করেছেন।
এছাড়া বিভিন্ন সময় জেলিফিশ ভেসে এসেছে কক্সবাজার সমুদ্র সৈকতে।